কথিত আছে এক সময় এই নদীটি ছিল বরাক বিলে একটি ছোট্ট খাল যার মধ্যে দিয়ে মানুষ সাকোঁ দিয়ে পারাপাড় করতে পারতো,এবং গরু-মহিষ নিয়ে হাল চাষ করার জন্য গ্রামের লোক হাওরে যেতো এই পথ দিয়ে, কিন্তু কালে বিবর্তনে পরিবর্ততীয় হয়ে পানির স্রোতে বেঙ্গে খালে দু’পাড়,বেঙ্গে যায় পাড়ের পাশে থাকা একটি প্রাথমিক বিদ্যালয়,এর পরে ক্রমে ক্রমে বড় হয়ে এক সময় নদীর আকারে পরিবর্তীত হয়। যাহার কারনে তার নাম দেওয়া হয়ে ছিলো হালুখাল !!
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস